মানবশিশু

 

বিক্রম চাকমা

পৃথিবীর কোল জুড়ে জন্ম নেয়-

        যখনি কোনো এক মানবশিশু,

তখনি বেঁচে থাকার তাগিদে

       করতে হয় তার কতই না কিছু।


ছোট থাকতে হাঁটা চলা,কথা বলা,

         নানান কিছু শিখতে হয় তার;

বুঝার মতো তার বয়স হলে-

         বড় জনের 'উপদেশ' পায় উপহার।


যখনি ধাবিত হয় ধাপে ধাপে-

         জ্ঞানার্জন আর মূল্যবোধ শিখার পথে,

সত্য আর ন্যায়ের শিক্ষা পায়

          প্রকৃত মেধা অর্জনের সাথে সাথে।


তারপরে বড় হয়ে শুরু করে

           মানবতা ও সমাজসেবার কাজ,

দেশ ও সমাজের কল্যাণকর কামনায়-

           ত্যাগ করে তার সব ডর ও লাজ।


এগিয়ে যায় সামনের দিকে-

           দূর করে সব জঞ্জাল,বাঁধা-বিপত্তি,

সত্যের গান,বিপ্লবের স্লোগান নিয়ে

           নাশ করে অন্যায়,অত্যাচার ও দুর্নীতি।।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন