ফিরে আসবো


ফিরে আসবো আবার এই রূপসী বাংলায়-

নতুন করে ফাল্গুনে গাছের কচি পাতা হয়ে;

নতুবা প্রকৃতির হাওয়ায় ভেসে ভেসে;

হয়তো কোনো এক অতিথি পাখি হয়ে;

ঘুরবো,দেখবো,উপভোগ করবো আবার এই বাংলা।

বাংলার পথঘাট,প্রান্তরে মিশে গেছে আমার প্রাণ,

দু্র্গম পাহাড়ে বেড়ে ওঠা আমার এই জীবন।

তাই আমি ফিরতে চাই-

রাবিন্দ্রীকের কোনো এক গানের কলি হয়ে;

নজরুলের বিদ্রোহী কবিতার বিদ্রোহী সেজে;

দ্বিজেন্দ্রলালের দেশাত্মবোধক গানের ভিড়ে।

ফিরে আসবোই এই বাংলায়-

কোনো এক রোদেলা দুপুরে প্রখর রোদ হয়ে;

নতুবা কোন এক বর্ষায় বৃষ্টির রূপ নিয়ে;

শীতের সকালে শিশিরকণা হয়ে;

তবুও দেখতে আসবো এই বাংলা।

ফিরে আসবো আবার এই রূপসী বাংলায়-

গোধুলি বেলায় জীবনানন্দের মতো সুদর্শনের রূপ নিয়ে;

লক্ষীপেঁচা হয়ে বসে থাকবো লেবু গাছের শাখায়;

ডাক দেবো রাতের আধারে ডাহুক পাখি হয়ে;

নতুন করে আবার বাংলার প্রকৃতি,রূপ রঙ দেখতে চাই-

তাই চলে গেলেও ফিরে আসতে চাই এই রূপসী বাংলায়।।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন