তোমারি খোঁজে

 

আ মরি কি সুন্দর 

রূপালী সাঁঝে মায়াবী ধরনী, 

জগৎ সেথা নিয়মে চলা

সাথী হওয়া সকল প্রাণী  সজনী ।

পূর্ণিমা রাতে চাঁদের পানে চেয়ে

ছবি ভাসছিল তোমার,

উল্লসিত আপন মিষ্টি হৃদয়ে

বাঁশি বাজাইতে ইচ্ছে করে আমার।

মোর ক্ষুদ্র কাননের উজ্জ্বল গোলাপ

কবে মোরে নিয়ে দেবে তাঁহার হাতে,

সাত সমুদ্র তের নদী পারি দিয়েও 

পারে না কি মোর প্রেম হতে? 

প্রতিদিন জোনাকি পোকা আসিয়া বলে

খুঁজে পেয়েছি কুমারী মরিয়ম তারে,

সাগরের শেষ প্রান্তে বসে প্রার্থনা করি

চোখ মেলে দেখিতে পাচ্ছি না তারে।

কোকিলের কূজন কান পেতে শুনি

এই বুঝি পাঠিয়েছ চিঠি তুমি,

অগ্নি তীরে আকাশ ছিঁড়ে আসিবে

তপস্যায় মগ্ন বসে আছি আমি।

কালবৈশাখীর বজ্রকন্ঠে 

তোমারি মধুর গান শুনি,

আর লুকোচুরি না খেলে

 দেখা দাও হ্যাপি এক্ষুণি।







একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন