মধুর তোমার মনটা,
খাঁচার পাখি তুমি
দিলে আমায় ব্যথা।
উদাস মোর এই মনে
তোমার প্রেমে পড়ে,
অভিমানের ছলে
দূরে ফেলে দিলে মোরে।
জোৎস্নার আলোর মাঝে
আছো তুমি সাঁঝে,
তোরে অন্ধকার প্রেমে
একলা আছি বসে।
বুঝলে না বুঝলে না
আর কত হবে ছলনা,
ভালবাসি তোমায় কত
কেন তা বুঝনা।
না পায় যদি তোরে
শুয়ে রবো মাটির ঘরে,
প্রেমের বীণা বাজালেও
পাবে না আর মোরে।