আমার মনের গহীনে শুধু তুমি

 

আমার মনের গহীনে

রেখেছি যত্বনে ,

আপনার চেয়ে আপন

আছি তোমারি মনে।

১. চোখতি মেরেছ তুমি

প্রেমে পড়েছি আমি,

অভিমানী তোমার মনটা 

আমার কাছে তুমি কত দামী।

২. ধরা দে আমায় মণি

আমার অঙ্গ জুড়ে আছো সজনী,

প্রেমের মাতাল হাওয়ায় চলছি আমি

তোমারি ভালবাসা দাও এক্ষুণি।

৩. আর কতদিন একলা বসে অশ্রু জড়াবো,

সাগরের বুকে তাজা রক্তে 

লিখে  আমি রাখবো।








একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন