ধবধবে সাদা বলিয়া শূন্য ভেবোনা হে মশাই
বজ্রপাতে ধরনী কাঁপায় তেজি আকাশ,
হাতে ধরা দেয়ার পাত্র নয়
তুফানে তছনছ দেখাইছে বাতাস ।
শেকড়হীনে দেখাই হে তরু
ঐকতার মিলনের যথাসাধ্য সময়,
হাতুড়ি শাবল করতালে সংগ্রামে নাহি ভয়।
তোমারি স্বর্ণের মণি ও হলি বক্ষ
সাবাশ প্রদ্যুৎ,
শকুনের নিপাত গঙ্গায় রবে
ত্রিপুরার গৃহে গৃহে জ্বলবে বিদ্যুৎ ।
তোমারি তেরেসার সুহৃদের উদ্যম
গগণে মুক্ত পাখির হাঁসি হাঁসি,
ত্রিপুরার হৃদয়ে গাঁথা সদা হে তুমি
বাতাসের রুদ্র ও আকাশের মতো রাশি রাশি ।
ছেঁড়া রিনাই অগ্নি হস্তে ধরো জননী
ঝর্ণার বারির বন্ধ করো মোর বুকে জ্বালা টন টন,
অন্ন বস্ত্র তস্কর নির্লজ্জ
সময় হইলে তাহাদের হইবে পতন।
আশার আলো ও দুঃখের প্রদীপ্ত
প্রদ্যৎ তিপরার পিতা,
সদা লাঞ্ছিত - বঞ্চিত , মুক্তির প্রার্থনায় মগ্ন
রাজপথে অগ্নি উড়ায় মাতা।