কোনো এক বিকেল বেলায়

 


কোনো এক বিকেল বেলায় 

         থাকি যখন নীরবে,

স্বপ্নগুলো  উঁকি মারে অজান্তে-

          মনেরই অনুভবে।


ইচ্ছেগুলো ঘুরে বেড়ায়

         হালকা ঝিরিঝিরি বাতাসে,

মনেরই রঙ লাগে-

         গভীর এক নিঃশ্বাসে। 


স্মৃতিগুলো মনে পড়ে 

          দুচোখে নেমে আসে জল,

অতীতের ফেলে আসা সবকিছু 

         চোখেতে ভাসে ঝলমল।


নতুন স্বপ্ন বুনি,ইচ্ছেই ভাসি

          নিরিবিলি বিকেল বেলায়,

বসে বসে ভাবি আনমনে 

         গাছের তলায় একাকী নিরালায়।


মনটা সাজে নতুন করে

         নতুন কিছু পাওয়ার আশায়,

সব গ্লানি মোচনের জন্য-

         এগিয়ে যায় তাই নব প্রতিজ্ঞায়।।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন