ত্রিপুরা মোদের পরিচয়



ত্রিপুরা মোদের মুখের ভাষা

ত্রিপুরা নামে পরিচয়,

      ত্রিপুরা নামে পরিচয় দিতে 

      কিসের মোদের ভয়।


ত্রিপুরা নামে নাম শুনতে

কত যে সুমধুর 

        সেই নামটি নিয়ে যাবো

        অনেক বহুদূর। 


ত্রিপুরা ভাষা চাইতে গিয়ে

জীবন দিয়ে গেল ধনঞ্জয়

       সেই স্বাধীন ভাষায় কথা বলতে 

       কেন যে হবে ভয়।


অনেক রক্তক্ষয়ি যুদ্ধ করে

পেয়েছি মোরা স্বাধীন রাজ্য 

       সেই স্বাধীন রাজ্যে বাস করতে

       মানতে হবে ত্রিপুরা ঐতিহ্য। 


ত্রিপুরা জাতির আলাদা আছে 

নিজস্ব সংস্কৃতি 

        ত্রিপুরা রাজ্যে মানতে হবে 

       এসব মূলনীতি। 


ত্রিপুরা জাতির লিখিত আছে

অনেক ইতিহাস 

       এমন স্বাধীন জাতিকে নিয়ে 

       কেউ কী করবে উপহাস।

নবীনতর পূর্বতন