ভালবাসি তোমায় প্রিয়

 

ভালবাসি তোমায় প্রিয়

বলতে পারি না আজও,

অসীম ভালবাসি তোমায় আমি

বুঝতে পার না কেন তুমি

১. বাঁধ দিয়েছি ঢেউটাকে আমি

হৃদয়ে ছিন ছিন কষ্ট পাও তুমি,

প্রেমের বাঁধা ছিঁড়ে মোরা 

নব বন্ধন গড়বো আমরা।

২. আহা মরি প্রাণের প্রিয়

মনে গেঁথে গেঁথে মোরে রেখো,

ওগো তোরি লাগি আছি কুমারী

মোর সবখানেতে পাশে থেকো।

৩. মোর প্রেম বুইঝো তুমি

নাহি ছলনা করি আমি,

বিরহের মিলনে বলিব আমি

যাহা লুকোচুরি করেছি আমি

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন