ত্রিপুরাদের অভাব কিসের
-------------------------------
ত্রিপুরাদের রাজ্য আছে
এখন শাসনের অভাব,
ত্রিপুরাদের রাজা আছে
এখন ক্ষমতার অভাব।
ত্রিপুরাদের প্রজা আছে
এখন একতার অভাব,
ত্রিপুরাদের ধর্ম আছে
এখন অনুসরণের অভাব
ত্রিপুরাদের ভাষা আছে
এখন ব্যবহারের অভাব,
ত্রিপুরাদের সংস্কৃতি আছে
এখন পালনের অভাব।
ত্রিপুরাদের ঐতিহ্য আছে
এখন সংরক্ষণের অভাব
ত্রিপুরাদের ইতিহাস আছে
এখন অনুসন্ধানের অভাব।
ত্রিপুরাদের সপ্ন আছে
চেষ্টা করার অভাব,
ত্রিপুরাদের সংগঠন আছে
এখন যুক্তির অভাব।
ত্রিপুরাদের জ্ঞানী আছে
মেনে নেয়ার অভাব,
ত্রিপুরাদের শিক্ষিত আছে
খুঁজে দেখার অভাব।